চাঁদপুর বন্ধুসভার দিনব্যাপী বন্ধু সম্মাননা ও পুনর্মিলনী

চাঁদপুর বন্ধুসভার দিনব্যাপী বন্ধু সম্মাননা ও পুনর্মিলনী
ছবি: সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চাঁদপুর বন্ধুসভার দিনব্যাপী বন্ধু সম্মাননা ও পুনর্মিলনী। গত ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ছিল অতিথিদের আলোচনা সভা ও বন্ধুদের সম্মাননা প্রদান পর্ব। প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক টিমের প্রধান ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে নতুন–পুরোনো বন্ধু ও উপদেষ্টাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। চাঁদপুর বন্ধুসভার ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের প্রায় ১০০ বন্ধুর স্মৃতিচারণা ও আড্ডা চলে দুপুর পর্যন্ত। এই পর্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া। বক্তব্য দেন চাঁদপুর বন্ধুসভার ২০২০ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সোলার ইউসুফ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ও অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সভাপতি মো. রেজাউল হক, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিভেল মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ নাজমুল হক, সাবেক সভাপতি ইমরুল হোসাইন মহসিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে নতুন–পুরোনো বন্ধু ও উপদেষ্টাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
ছবি: সংগৃহীত

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বে শুরু হয় অতিথিদের আলোচনা সভা, বন্ধুদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পর্ব। এ পর্বে বন্ধুসভার থিম সংগীতের সঙ্গে কোরিওগ্রাফির মাধ্যমে চাঁদপুর বন্ধুসভার কিছু কার্যক্রমের ছবি দেখানো হয়। তৃতীয় পর্ব নৌভ্রমণের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে নতুন–পুরোনো বন্ধু ও উপদেষ্টাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ছবি: সংগৃহীত

চাঁদপুর বন্ধুসভার ২০২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস সমাপনী বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ছয় বছর প্রথম আলো চাঁদপুর বন্ধুসভায় কাজ করছি। আমাদের অনেক দিনের স্বপ্নে লালিত “বন্ধু সম্মাননা ও পুনর্মিলনী” অনুষ্ঠান ২০১৯ সালেই করার কথা ছিল। করোনার কারণে এ অনুষ্ঠান এত দেরিতে অনুষ্ঠিত হলো। আয়োজনে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’