চবি বন্ধুসভার ‘সাংবাদিকতার বুনিয়াদ’বিষয়ক কর্মশালা
সাংবাদিকতা পৃথিবীর অন্যতম একটি মহৎ পেশা। সাংবাদিকের একটি লেখনীতে রাষ্ট্রের চোখও খুলে যেতে পারে। একজন সাংবাদিক দেশের, সমাজের নানান ঘটনা, দুর্ঘটনা, অসংগতিগুলো তুলে ধরেন তার প্রতিবেদনে। শুদ্ধ সমাজব্যবস্থা প্রবর্তনে একজন সাংবাদিকের ভূমিকা অন্যতম। এমনকি সংবাদমাধ্যম হলো একটি স্বাধীন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
তাই শিক্ষার্থীদের সাংবাদিকতার প্রশিক্ষণ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভা ‘সাংবাদিকতার বুনিয়াদ’বিষয়ক কর্মশালার আয়োজন করে। ৯ মে রোববার বেলা তিনটায় ভার্চ্যুয়াল এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাধব চন্দ্র দাশ।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর চট্টগ্রাম বিভাগীয় বার্তা সম্পাদক ও কবি ওমর কায়সার। দীর্ঘ দেড় ঘণ্টার কর্মশালায় তিনি ফিচার ও প্রতিবেদন কীভাবে লিখতে হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কথা বলেন নাগরিক সাংবাদিকতা, পেশাগত সাংবাদিকতা ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে।
আলোচনা শেষে বন্ধুদের সংবাদ ও সাংবাদিকতাবিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষক। তিনি বলেন, একজন প্রতিবেদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাঁর দৃষ্টিভঙ্গি। তাঁকে হতে হবে তীক্ষ্ণ। তাঁর ভাষা হতে হবে সহজ, সাবলীল। তাঁর প্রতিবেদনের বাক্যগুলো হতে হবে ছোট ছোট। এক বন্ধুর প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকের দৃষ্টি হবে সুদূরপ্রসারী। অন্যরা যা দেখেন না, একজন সাংবাদিক তা দেখবেন।’
কর্মশালার সঞ্চালনার দায়িত্বে ছিলেন চবি বন্ধুসভার অনুষ্ঠানবিষয়ক সম্পাদক শাহনাজ ঝুমু। চবি বন্ধুসভার বন্ধুরাসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।
সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা