চবি বন্ধুসভার বিদায় সংবর্ধনা ও শপথ অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ১০ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল বিদায় সংবর্ধনার আয়োজন করে
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ৯ বছর যাবৎ নানামুখী মানসম্মত এবং সৃষ্টিশীল কাজ করে আসছে। করোনাকালে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। সেই স্থবিরতাকে অতিক্রম করে চবি বন্ধুসভা বিভিন্ন সেবামূলক ও অনুপ্রেরণামূলক কাজ করে চলেছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুদের প্রতি। করেছে অনলাইনভিত্তিক নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা।

করোনা মহামারির সময়েও চবি বন্ধুসভার ভালো কাজের পেছনে ছিলেন চবি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২০-এর সদস্যরা। সম্প্রতি চবি বন্ধুসভার ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকৃতির নিয়মে নতুনেরা আসবে আর পুরোনোরা বিদায় নেবে, এটাই স্বাভাবিক। বিদায়ী কমিটির বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ১০ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল বিদায় সংবর্ধনার আয়োজন করে। ‘শুদ্ধ বন্ধুত্ব, উজ্জীবিত স্বদেশ’ স্লোগানে উজ্জীবিত এক ঝাঁক প্রাণবন্ত তরুণকে নিয়ে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আয়োজনের সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান সম্পাদক শাহনাজ ঝুমু। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সবাই যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে চবি বন্ধুসভার সহসভাপতি অর্ণব ভট্টাচার্য্য বিগত বছরের কার্যক্রমের বর্ণনা এবং আগামীর ভাবনাসমূহ তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ও চবি বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. কামাল উদ্দীন নিজেকে বন্ধুসভার একজন গর্বিত বন্ধু বলে দাবি করেন।

বিদায়ী কমিটির বন্ধুদের জন্য ভালোবাসার স্মৃতিস্বরূপ একটি ভিডিও চিত্র বানিয়েছেন বর্তমান বন্ধুরা। ভিডিওটি ‘প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ ফেসবুক পেজে প্রচারিত হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত সাবেক সহসভাপতি মৌসুমি আহমেদ মিতু ও মোহাম্মদ কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক রুবাইয়া রাখি, সাবেক যুগ্ম সম্পাদক মাইশা মালিহা তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন পাল এবং সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কাইয়ূম। নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করার পাশাপাশি চবি বন্ধুসভাকে সামনের দিকে এগিয়ে যেতে তাঁরা দিকনির্দেশনা দেন।

চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সাগর সাবেকদের নিয়ে কথা বলার সময় স্মৃতিকাতর হয়ে পড়েন। বিদায়ী বন্ধুদের উদ্দেশে মানপত্র পাঠ করেন পরিবেশবিষয়ক সম্পাদক তানজিনা সিদ্দিকী প্রীতি।

সবশেষে নবগঠিত কমিটির সভাপতি তাসনিম মুশাররাত নতুন কার্যকরী কমিটির সব সদস্যকে শপথবাক্য পাঠ করান। তিনি বিদায়ী ও নবনিযুক্ত বন্ধুদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।