চবি বন্ধুসভার পাঠচক্রে হাজার বছর ধরে

চবি বন্ধুসভার পাঠচক্রে হাজার বছর ধরে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভার বছরের ষষ্ঠ ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের লেখা উপন্যাস ‘হাজার বছর ধরে’।

অপসংস্কৃতি ও কুসংস্কারে আচ্ছন্ন গ্রামবাংলার কিছু খণ্ডিত রূপ প্রকাশ পেয়েছে এই উপন্যাসে। দিঘির পাড়ে গড়ে ওঠা একটি গ্রামের কয়েকটি পরিবারের হাসি-কান্না, আনন্দ-বেদনাকে উপজীব্য করে রচিত হয়েছে এই উপন্যাস।

হাজার বছর ধরে উপন্যাসে মন্টু ও টুনির মধ্যকার একটি অন্য রকম সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে চবি বন্ধুসভার বন্ধুরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কারও মতে টুনি ও মন্টুর মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক ছিল। কারও মতে এটি ছিল শুধুই কৈশোরসুলভ ভালো লাগা।

চবি বন্ধুসভার বন্ধু সাজ্জাদ সাকিব সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা ‘লালসালু’ উপন্যাসের কিছু অংশের সঙ্গে ‘হাজার বছর ধরে’ গল্পের সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে মত ব্যক্ত করেন।

এ ছাড়া আলোচনায় অংশ নিয়েছেন মারুফ, ফাহিমা ইসরাত, এনামুল হক ও সাঈদ তানভীর। বন্ধুরা খুবই চমৎকারভাবে পাঠ্যানুভূতি উপস্থাপন করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এইচ সাগর, সাংগঠনিক সম্পাদক সাঈদ তানভীর, পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন টিটু, শাকিল আহমেদ, মিশকাতুল আরাবী, সৌমিক তালুকদার উচ্ছ্বাস, ইবরাহীম আলী, ফাহিমা ইসরাত প্রমুখ।

পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা