চবি বন্ধুসভার ধর্ষণ প্রতিরোধমূলক কার্যক্রম

করোনাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিয়েছিল এক ভিন্নধর্মী উদ্যোগ। নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে ভিডিও তৈরি করে অনলাইনভিত্তিক প্রচারের মাধ্যমে তাঁরা সোচ্চার হয়েছেন প্রতিবাদে।
ধর্ষকশ্রেণি অন্যায়ের পূর্বে যেসব ভাবনা দ্বারা চালিত হয়, তা নিয়েই এবার ভিডিও তৈরি করেছেন বন্ধুরা। নিজস্ব স্ক্রিপ্ট, কণ্ঠ, ছবি দিয়ে ভিডিও তৈরি করছেন তাঁরা।
ভিডিওর চিত্রনাট্য তৈরিতে কাজ করেছেন নওশিন আনোয়ার। ছবি সংগ্রহে ছিলেন আদিত্য, শিহাব, শাহনাজ ঝুমু, শফিক। কণ্ঠ দিয়েছেন তায়েব, আদিত্য, শিহাব, টিটু, নওশিন, মারজুক, ঝুমু, রাউফুল, হাসিব, ফাল্গুনী, তাসমিনা, সুজানা। অডিও ও ভিডিও এডিটিং করেছেন আদিত্য গোস্বামী, মারজুক-ই-ইলাহী।
সার্বিক সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান সম্পাদক তনুশ্রী বণিক।

সাধারণ সম্পাদক, চবি বন্ধুসভা