চবি বন্ধুসভার দক্ষতা বৃদ্ধির কর্মশালা

১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে বন্ধুদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় রেজিস্ট্রেশন করেছেন অর্ধশতাধিক বন্ধু।

১১ নভেম্বর কর্মশালার প্রথম পর্বে মারজুক ই এলাহির সেশনে 'গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও টেমপ্লেট মেকিং' বিষয়ক প্রথম ক্লাস সফল ভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন আহ্বায়ক রাউফুল ইসলাম হৃদয়। এ আয়োজনের মধ্য দিয়ে চবি বন্ধুসভার দীর্ঘমেয়াদি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সূচনা হলো।

ধারাবাহিকভাবে সিভি রাইটিং, প্রেজেন্টেশন, উচ্চারণ, আবৃত্তি, লেখালেখি ও বিতর্কের ওপর কর্মশালার আয়োজন করার পরিকল্পনা হয়েছে।

আয়োজনে জন্মদিন উপলক্ষে চবি বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও ক্লিপসের মাধ্যমে শুভেচ্ছাবার্তা প্রদান করেন।

হাসিবুল খান: প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা