চবি বন্ধুসভার ‘ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভার ‘ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক কর্মশালা। গত ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ডিসেম্বর কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের বিষয় ছিল ‘ইন্ট্রোডাকশন টু হায়ার স্টাডিজ’। জুম অ্যাপের মাধ্যমে ১৯ ডিসেম্বর রাত ৯টায় প্রথম পর্বের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হাবিবুল হাসান মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, চবি বন্ধুসভার সভাপতি তাসনিম মুশাররাত ও সাধারণ সম্পাদক রুবাইয়া রাখী।

মুমিত আল রশিদ বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার পর একজন শিক্ষার্থী সে দেশের শিক্ষা, সংস্কৃতি, জীবনাচার সবকিছু দেখে নিজেকে এবং নিজের দৃষ্টিভঙ্গিকে অনেকটা পাল্টে নিতে পারেন। শিক্ষার ক্ষেত্রে কোনো বিষয়ই ছোট নয়। মানুষের নিজ প্রচেষ্টায় সামর্থ্য আর যোগ্যতা বাড়িয়ে নিতে হয়।’

তাসনিম মুশাররাত বলেন, ‘আজকের কর্মশালাটি ছাত্রছাত্রীদের জন্য খুবই দরকারি। নিজেকে প্রমাণ করার জন্য আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে পড়তে যাবে, এটা খুবই ভালো একটি দিক। তবে এটি কখনোই কাম্য নয় যে শিক্ষার্থীরা গ্রিন কার্ড পেয়ে সেসব দেশের নাগরিক হয়ে যাক। দেশের কল্যাণে ফিরে আসতে হবে।’

২২ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের বিষয় ছিল ‘সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ’। প্রশিক্ষক হিসেবে ছিলেন চবি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক।

‘কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন’ বিষয়ে তৃতীয় এবং শেষ পর্ব অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর। এ পর্বের প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাধব চন্দ্র দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক সাঈদা সারোয়ার নিসা। চবি বন্ধুসভার সভাপতি তাসনিম মুশাররাতের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।

কর্মশালার আহ্বায়ক ছিলেন চবি বন্ধুসভার দপ্তর সম্পাদক সাঈদ তানভীর, আইটি সহায়তায় ছিলেন আদিত্য গোস্বামী এবং গ্রাফিকসবিষয়ক কাজে সহায়তা করেন মার্জুক। কর্মশালা সঞ্চালনা করেন শাহনাজ ঝুমু। সার্বিক সহযোগিতায় ছিলেন চবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৃজন পাল।