চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় ‘সাহিত্যের হাতেখড়ি’ কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় ‘সাহিত্যের হাতেখড়ি’ কর্মশালা
ছবি: সংগৃহীত

‘সাহিত্যের হাতেখড়ি’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাহিত্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে শুক্রবার বেলা তিনটায় শুরু হয়ে বিকেল পৌনে পাচঁটা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনলাইন মাধ্যম জুমে কর্মশালাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি সাহিত্যের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক আদনান মান্নান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিককতা বিভাগের সহযোগী অধ্যাপক মাধব দ্বীপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

প্রশিক্ষণের বিষয় ছিল ছোটগল্প ও উপন্যাস লেখা। কীভাবে একটি ছোটগল্প ও উপন্যাস শুরু করতে হয় এবং কীভাবে গল্পের বর্ণনা ও বাস্তবে রূপায়িত করা সম্ভব এসব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

কর্মশালা সঞ্চালনা করেন শাহনাজ ঝুম। কর্মশালায় বিভিন্ন বন্ধুসভার বন্ধু এবং দেশের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যোগদান করে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেন।