চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১০ম বর্ষপূতিতে রক্তদান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১০ম বর্ষপূতিতে রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সফলভাবে পার করেছে ১০টি বছর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক, দক্ষতা উন্নয়ন, চিত্ত বিনোদন, স্বেচ্ছাসেবী, সাহিত্য ও গ্রন্থনামূলক কার্যক্রমের মাধ্যমে পার করল এক দশক।

এক দশক পূর্তি স্মরণীয় করে রাখতে ১৯ জুন বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীতে সন্ধানী চট্টগ্রাম কলেজ ইউনিটের সহযোগিতায় ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচির আয়োজন করে। বিরূপ আবহাওয়ার মধ্যেও স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে চট্টগ্রামের কাজীর দেউড়ীর রোটারি সেন্টারে বন্ধুরা আসতে থাকেন। শুরুতে সবাইকে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক এবং গ্লাভস প্রদান করা হয়। এরপর একে একে প্রায় ১০ জন বন্ধু রক্তদান করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১০ম বর্ষপূতিতে রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

রক্তদান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এক দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি বন্ধুসভার সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এইচ সাগর, চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহীম তানভির, চবি বন্ধুসভার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাসিবুল খান, আইসিটি সম্পাদক মারজুক ই ইলাহি, জাফর, তানভীর, আসিফ, মেসবাহসহ আরও অনেক বন্ধু।

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিলক, ফারহান, আসিফা, উপমা, প্রেমা, শাহীন, সাকিব, শাখাওয়াত প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১০ম বর্ষপূতিতে রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত আলোচনায় সন্ধানী টিম প্রধান তিলক বলেন, ‘সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ৪০ বছর ধরে মানবতার স্বার্থে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মহৎ কাজে যুক্ত করার জন্য। আমাদের টিম যেকোনো কর্মকাণ্ডে চবি বন্ধুসভার সঙ্গে কাজ করবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১০ম বর্ষপূতিতে রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

চবি বন্ধুসভার সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম বলেন, ‘চবি বন্ধুসভা প্রতিষ্ঠার শুরু থেকে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও বন্ধুরা মেধা, শ্রম এবং দক্ষতার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

কর্মসূচি শেষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে রক্তদানের জন্য সনদ প্রদান করা হয়।

সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়