চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দ্বিতীয় ভার্চ্যুয়াল পাঠচক্র

পাঠচক্রের নির্ধারিত বই ছিল অ্যান্থনি মাসকারেনহাসের লেখা ‘দ্য রেইপ অব বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বছরের দ্বিতীয় ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার জুম অ্যাপের মাধ্যমে পাঠচক্র সম্পাদিত হয়। পাঠচক্রের নির্ধারিত বই ছিল অ্যান্থনি মাসকারেনহাসের লেখা ‘দ্য রেইপ অব বাংলাদেশ’।

পাঠচক্রে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন টিটু, সাধারণ সম্পাদক এইচ এস সাগর, রিদওয়ান আহমেদ, ফয়সাল হোসাইন, শাকিলসহ আরও অনেক বন্ধু।

নতুন বন্ধুদের মধ্যে বই নিয়ে আলোচনা করেন আদনান খান, ইবরাহীম আলী, মো.এনামুল হক, শাকিল প্রমুখ।

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম বই ‘দ্য রেইপ অব বাংলাদেশ’। এ বইতে দেশ স্বাধীনের আগের অনেক ঘটনাবলী প্রকাশ পেয়েছে। বন্ধুরা বই পড়ে যুদ্ধপূর্ব অনেক ঘটনা জানতে পেরেছেন। বইটি পড়লে জানা যাবে কীভাবে একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।

প্রতিবারের মতো এবারও পাঠচক্র অত্যন্ত সুন্দরভাবে সম্পাদিত হয়।

পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা