চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার তৃতীয় ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত

আরেক ফাল্গুন
জহির রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বছরের তৃতীয় ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জুম অ্যাপের মাধ্যমে পাঠচক্র সম্পাদিত হয়। পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের লেখা উপন্যাস ‘আরেক ফাল্গুন’।

পাঠচক্রে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন টিটু, অর্থ সম্পাদক রাউফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সায়েদ তানভীর, ক্রীড়া সম্পাদক এইচ আই খান শিহাব, ইব্রাহিম আলি, তনুশ্রী, মারুফ, শাকিলসহ অনেক বন্ধু।

বন্ধুদের মধ্যে বই নিয়ে আলোচনা করেন সায়েদ তানভীর, ইব্রাহিম আলি, শাকিল, শিহাব প্রমুখ।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুন’। এ উপন্যাসের উল্লেখযোগ্য একটি উক্তি ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব।’

পটভূমি ভাষা আন্দোলনের হলেও গল্প ১৯৫২ সালের অনেক পরের। কাহিনির স্থিতিকাল মাত্র তিন দিন দুই রাত। প্রথম ও দ্বিতীয় দিন দিনরাত ধরে চলেছে একুশে পালনের বিরামহীন প্রস্তুতি। তৃতীয় দিন কাহিনির চূড়ান্তকাল। অতঃপর দিনের শেষে কারা তোরণ প্রাঙ্গণে কাহিনির পরিসমাপ্তি।