চট্টগ্রাম বন্ধুসভায় ‘হাজার চুরাশির মা’ বইয়ের পাঠচক্র অনুষ্ঠিত

১৫ জানুয়ারি শুক্রবার বসে এই পাঠচক্রের আসর
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বন্ধুসভার বছরের প্রথম ভার্চ্যুয়াল পাঠচক্র। ১৫ জানুয়ারি শুক্রবার বসে এই পাঠচক্রের আসর। সন্ধ্যা সাড়ে সাতটায় জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে শুরু হয় আয়োজন।

পাঠচক্রে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘হাজার চুরাশির মা’ বইটি নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারা আলম। তিনি ‘হাজার চুরাশির মা’ বইটির আলোচনায় সম্পূর্ণ বইয়ের চারিত্রিক বিশ্লেষণের পাশাপাশি ব্যক্তির সংবেদনশীলতা, তরুণ সমাজের মধ্যকার উদ্বেগ, তাঁদের চলার উদ্যম, মুক্তির পথে তাঁদের নির্ভীক যাত্রা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে তুলে ধরেন।

আনোয়ারা আলম বলেন, ‘পারিবারিক বন্ধন দৃঢ় করতে আমাদের সবার সচেতন হতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় না হলে সামাজিক বন্ধন দৃঢ় হবে না।’

পাঠচক্রে আরও আলোচনা করেন সঞ্জয় বিশ্বাস, জয়শ্রী দাশ, মিনহাজ হোসেন, তাহমিনা সানজিদা ও জয়শ্রী মজুমদার।

চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে বছরের প্রথম এই পাঠচক্রে উপস্থিত ছিলেন শিহাব জিশান, জয়নাল আবেদীন, ইব্রাহিম তানভির, নুরুজ্জামান খান, এম এ রাজ্জাক, ইরফান আলম, বেনজির বিনতে শওকত, রাফা ইসলাম দিবা, মাহির রেজোয়ান, ইরফাতুর রহমান অনিক, সাঈদ আল সোহেল, এ আর আসাদ, নুর ইশরাত জামিল, রাহিম মাহমুদ চৌধুরী, রুম্পি চৌধুরী, শান্তা আক্তার, রুবায়েতুল কাদের প্রমুখ।