চট্টগ্রাম বন্ধুসভার সপ্তদশ পাঠচক্রে ‘সংগঠন ও বাঙালি’

পাঠচক্রে আবদুল্লাহ আবু সায়ীদের ‘সংগঠন ও বাঙালি’ বইটি নিয়ে আলোচনা করা হয়

চট্টগ্রাম প্রথম আলো বন্ধুসভার চলতি বছরের ভার্চ্যুয়াল পাঠচক্রের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে সপ্তদশ অনলাইন পাঠচক্র। পাঠচক্রে আবদুল্লাহ আবু সায়ীদের ‘সংগঠন ও বাঙালি’ বইটি নিয়ে আলোচনা করা হয়। গত ৩০ অক্টোবর বিকেল চারটায় জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে শুরু হয় পাঠচক্রের আয়োজন।

পাঠচক্র আলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা মজুমদার। সহ–আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসেন ও তাহমিনা সানজিদা। আলোচনার শেষে বন্ধুদের স্বতঃস্ফূর্ত প্রশ্নোত্তরের মাধ্যমে শেষ হয় দুই ঘণ্টাব্যাপী পাঠচক্র আয়োজন।

পাঠচক্রে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়

১৭তম অনলাইন পাঠচক্রে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। পাঠচক্রে যুক্ত হন সুমাইয়া ইয়াসমিন তারিন, আলমগীর রুমি, নুসরাত জামিল, সাঈদ আল সোহেল, আসাদ, জয়নাল আবেদীন, মো. নুরুজ্জামান খান, রাফা ইসলাম দিবা, ইব্রাহিম তানভীর, জয়শ্রী দাশ প্রমুখ।