চট্টগ্রাম বন্ধুসভার মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন

১৯ ডিসেম্বর রাত ৮টায় এই ভার্চ্যুয়াল আয়োজন অনুষ্ঠিত হয়।
ছবি: সংগৃহীত

মাসব্যাপী নানামুখী আয়োজনে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। এর মধ্যে বিশেষ আয়োজন ছিল বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ‘বিজয়ের সূর্য...আমাদের শোণিতে...সত্তায়’। ১৯ ডিসেম্বর রাত ৮টায় এই ভার্চ্যুয়াল আয়োজন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (মুজিব বাহিনী) চট্টগ্রাম মহানগরের যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার সৈয়দ মো. এমরান।

আলোচকেরা চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে সংঘটিত গেরিলা যুদ্ধের রোমাঞ্চকর স্মৃতি ভাগ করে নেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে জনযুদ্ধ। সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ত্বরান্বিত করেছে।

মুক্তিযুদ্ধের দুই বীরযোদ্ধা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠের আহ্বান জানান। চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা সাহীদের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই আয়োজন শেষ হয়।