চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ
ছবি: সংগৃহীত

সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের পাশে মানবিক সহযোগিতা নিয়ে তাদের জীবনমানের উন্নয়নে নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে কাজ করে চলেছে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম। নিম্নবিত্ত ও শ্রমজীবী জনগোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুদের অনেকেরই বিদ্যালয়ে যাওয়া হয় না। সমাজের এসব অবহেলিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজ করছে চট্টগ্রামের বাকলিয়ার মুক্ত অঙ্গন শিক্ষালয়। চট্টগ্রাম বন্ধুসভার সদস্য মুক্তা বিদ্যালয়টি স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পাঁচ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত ২৬ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের বাকলিয়ার খালপাড় এলাকায় মুক্ত অঙ্গন শিক্ষালয়ের ৫০ শিশু ও ৪০ অভিভাবকের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে চট্টগ্রাম বন্ধুসভা। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হুমায়ারা তরফদার। চিকিৎসাসেবা প্রার্থীদের মধ্যে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা বলেন, বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে আছে। চট্টগ্রাম বন্ধুসভার এমন শুভ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। দিনব্যাপী পরিচালিত এই মানবিক আয়োজনে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু পাপ্পু, অনিক, আসাদ, দিবা, প্রাপ্তি, ফয়সাল, মাসুদ, আরিয়ান, তানিম প্রমুখ স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।