চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন বিতর্ক কর্মশালা

স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে ফেসবুক লাইভে অনুষ্ঠিত কর্মশালায় বন্ধুসভার সদস্য ছাড়াও বিতর্কচর্চায় আগ্রহী ব্যক্তিরা অংশ নেন
ছবি: সংগৃহীত

৭ ডিসেম্বর রাত আটটায় চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে অনলাইন বিতর্ক কর্মশালা-২০২০। স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে ফেসবুক লাইভে অনুষ্ঠিত এই কর্মশালায় বন্ধুসভার সদস্য ছাড়াও বিতর্কচর্চায় আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

বিতর্ক সংগঠক ও চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিতার্কিক ও দৃষ্টি চট্টগ্রামের সম্পাদকমণ্ডলীর সদস্য জুনায়েদ আহমদ চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, জাতীয় বিতার্কিক আততিহারুল কবির।

বক্তারা বাচনিক দক্ষতা ও উচ্চারণরীতি, যুক্তি বিনির্মাণ ও যুক্তি খণ্ডন, বিতর্কের প্রস্তুতি গ্রহণের কৌশল ও স্ক্রিপ্ট লিখন, বিতার্কিকের শারীরিক ভাষা, বিতর্কে পড়াশোনা ও বারোয়ারি বিতর্কের কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ও সাবেক বিতার্কিক জয়শ্রী দাশ এবং চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা সাহীদ। সবশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এ কর্মশালা শেষ হয়।