ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ভোলা বন্ধুসভার প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ভোলা বন্ধুসভার প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

বঙ্গপোসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে ভোলা প্রথম আলো বন্ধুসভা। বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস দ্বীপ জেলা ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে যেকোনো সময় আঘাত হানতে পারে। সে লক্ষ্যে ভার্চ্যুয়াল ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা সম্পন্ন করছে ভোলা বন্ধুসভা।

২৪ মে সোমবার রাত ৯টায় গুগল মিটের মাধ্যমে বৈরী আবহাওয়ার মধ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে ভার্চ্যুয়াল সভা শুরু হয়। সভা সঞ্চালনা করেন ভোলা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান আরিফ। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি এম আনোয়ার হোসেন।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রচার, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার ও সন্ধান গ্রুপে কাজ করার জন্য ১৫ জন সদস্যকে তিনটি দলে ভাগ করে দেওয়া হয়। সব বিষয় নিয়ে প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার সহসভাপতি ইয়ারুল আলম হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জি এম ছানাউল্লাহ, মো. হাসান, মো. শুভ, এম এ আজিজ রাহয়ান, মেহেদী হাসান মিরাজ, মো. রিয়াজ, মো. হাসান, রাকিব হাওলাদার, জাফর ইসলাম, আর জে শান্ত, সৈয়দ হাছনাইন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, ভোলা বন্ধুসভা