ঘরে বসে বইয়ের আসর ৪

আলোচ্য বই: দেয়াল

লেখক: হুমায়ূন আহমেদ

প্রথম আলো বন্ধুসভার করোনাকালীন নিয়মিত আয়োজন ‘ঘরে বসে বইয়ের আসর’। এবার এ আয়োজনের চতুর্থ পর্ব শুরু হয়েছে। চতুর্থ পর্বের নির্ধারিত বই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস ‘দেয়াল’।

বইটি কেন ভালো লাগল? বন্ধুসভার নিয়মিত পাঠচক্রে বইটি সম্পর্কে আলোচনা করুন। প্রতিটি বন্ধুসভা থেকে যত খুশি রিভিউ পাঠানো যাবে। পুরস্কার হিসেবে সেরা ৩ জন বন্ধু পাবেন প্রথমা প্রকাশনীর বই। সেরা ১০ টি লেখা প্রকাশিত হবে প্রথম আলো বন্ধুসভার ওয়েবসাইটে।

রিভিউ পাঠানোর ঠিকানা: ঘরে বসে বইয়ের আসর ৪

ঘরে বসে বইয়ের আসর ১, ২, ও ৩–এর নির্ধারিত বই ছিল যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি ও আহমদ ছফার ওঙ্কার।