গোলাহাট গণহত্যা দিবসে সৈয়দপুর বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন

গোলাহাট গণহত্যা দিবসে সৈয়দপুর বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন
ছবি: সংগৃহীত

সৈয়দপুরে ঐতিহাসিক ট্রেন ট্র্যাজেডি (গোলাহাট) গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১৩ জুন সন্ধ্যায় সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা মোমবাতি প্রজ্বালন করেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৩ জুন সৈয়দপুর শহরের সংখ্যালঘু হিন্দু এবং মাড়োয়ারি সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে তাদের একটি বিশেষ ট্রেনে তুলে নিয়ে শহরের উপকণ্ঠে গোলাহাট এলাকায় প্রায় ৪৪৮ জন নারী-পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে হানাদার পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুর শহরে সংঘটিত সর্ববৃহৎ ও লোমহর্ষ গণহত্যা এটি। পাকিস্তানি বাহিনী এ হত্যাযজ্ঞের নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা। পরবর্তী সময়ে এই বর্বর হত্যাযজ্ঞের স্থানটি সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমি হিসেবে পরিচিতি পায়।

গোলাহাট গণহত্যা দিবসে সৈয়দপুর বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন
ছবি: সংগৃহীত

গোলাহাট গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বন্ধুসভার বন্ধু আসাদুজ্জামান আসাদ, রাকিব হাসান নিলয়, আহসান হাবিব জনি, বেলায়েত হোসেন বিপু, মাসুম বিল্লাহ, নুসরাত রেশমা, শারমিন আরা তিশা, আবুজার গিফারি, একরামুল হক বিজয় প্রমুখ।