গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: গোপালগঞ্জ বন্ধুসভা

প্রথম আলোর ২৩ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জ জেলা বন্ধুসভা আয়োজন করেছে নানাবিধ কর্মসূচি। ৮ নভেম্বর সোমবার গোপালগঞ্জ জেলার প্রাণকেন্দ্র লঞ্চঘাটে দিনব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ করা হয়।

গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: গোপালগঞ্জ বন্ধুসভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে পাঁচটায় গোপালগঞ্জ বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় উন্মুক্ত মঞ্চে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রক্তের গ্রুপ না জানা বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীর রক্তের গ্রুপ বিনা মূল্যে নির্ণয় করা হয়। এ ছাড়া বন্ধুরা পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: গোপালগঞ্জ বন্ধুসভা

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকেই। রিকশাচালক রবিউল সিকদার (৩৪) বলেন, ‘আমাগে কাজ না করলি প্যাট চলে না। রাস্তাঘাটে চলি, কখন কী অয়, কওয়া তো যায় না। তাই রক্তের গ্রুপ জানা দরকার। আজ টাহা ছাড়া রক্তের গ্রুপ জানতি পারলাম। অনেক উপকার অলো।’

গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: গোপালগঞ্জ বন্ধুসভা

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি সাকিব হোসেন, উপসাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান, পাঠচক্র সম্পাদক রাকিব চৌধুরী, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সত্যেন দত্ত, প্রচার সম্পাদক তালহা জুবায়ের, ফারদুল্লাহ লসকর, শাহ আলম, সাজেদুর রহমান, আসাদুজ্জামান, পারভেজ হাসান, সাইফুল ইসলাম, রিদিতা ইসলাম, রাসেদুল ইসলাম, সুরাইয়া আক্তার, নাহিদ হাসান, মুরসালিন শেখ, মিরাজুল ইসলাম, ফয়সাল আতিক, মাইনুল ইসলাম, আবদুর রহিম, খালিদ আহমেদ প্রমুখ।