গাছের জীবন আছে, আঘাতে ব্যথা পায়

গাছে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী রক্ত ঝরিয়ে প্রতিবাদছবি: বন্ধুসভা

বৃক্ষ রক্ষায় ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ‘গাছের জীবন আছে, অনুভূতি আছে, ব্যথাও পায়। আঘাতে বৃক্ষের রক্ত ঝরে’ শিরোনামে একটি ভ্রাম্যমাণ অনুষ্ঠান করেছে প্রথম আলো বন্ধুসভা কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন রোববার কিশোরগঞ্জ সদর ও মিঠামইন উপজেলার আঞ্চলিক সড়কের গাছে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী রক্ত ঝরিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা ও কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের সদস্যরা জনগণকে গাছের সঙ্গে লাগানো পিন, আলপিন, লোহার দণ্ডসহ নানা ধরনের শক্ত জিনিস দিয়ে ঝোলানো সব পোস্টার, ব্যানার, ফেস্টুন খুলে ফেলা ও নতুন করে না লাগানোর আহ্বান জানান।

গাছে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী রক্ত ঝরিয়ে প্রতিবাদ
ছবি: বন্ধুসভা

একই সঙ্গে সড়কের আশপাশসহ জেলার বিভিন্ন স্থানের গাছে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার খুলে ফেলার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। সাধারণ জনগণকে বোঝানো হয়, ‘পরিবেশ রক্ষা ও জীবন বাঁচানোর জন্য গাছ লাগানো প্রয়োজন। গাছকে আমরাই ব্যথা দিই। তাই আমাদের সবার উচিত গাছকে ক্ষত না করে তাদের রক্ষা করা।’

প্রথম আলো বন্ধুসভা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ বলেন, ‘সবাই আমরা বৃক্ষ রোপণ করি। কিন্তু বৃক্ষের যত্ন–পরিচর্যা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা নেই। দেশের নাগরিকদের সচেতনতা প্রয়োজন।’

সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ‘প্রকৃতিকে রক্ষা মানে নিজেকে রক্ষা করা, প্রকৃতির সঙ্গে আমরা বসবাস করি। এ জন্য বৃক্ষকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরও প্রাণ আছে, পরিবেশ রক্ষায় আমাদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারলেই সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে।’