গাইবান্ধার হিংগারপাড়া গ্রামে ইস্টার্ন বন্ধুসভার ‘উষ্ণতার ছোঁয়া’

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা ‘উষ্ণতার ছোঁয়া’ নামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে
ছবি: সংগৃহীত

দেশের যেকোনো জায়গা থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা যেমন বেশি, তেমনি ভোগান্তিও অনেক বেশি। বিষয়টি মাথায় রেখে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা বরাবরের মতো এবারও দেশের উত্তরাঞ্চলে ‘উষ্ণতার ছোঁয়া’ নামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে।

এভাবেই প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে থাকার কাজ করে যাচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা
ছবি: সংগৃহীত

১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার হিংগারপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন বন্ধুরা।

গাইবান্ধা জেলার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ছোট্ট একটি গ্রামের নাম হিংগারপাড়া। প্রতিদিনের সূর্যের দেখা পাওয়া যায় বেলা ১টা অথবা ২টার দিকে। তাপমাত্রা থাকে ৯-১৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা এতটাই বেশি যে ৭২ বছরের উমেছা বেগমের মতো প্রবীণেরা দিনের বেশির ভাগ সময় কাটান উনুনের পাশে।

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা ‘উষ্ণতার ছোঁয়া’ নামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে
ছবি: সংগৃহীত

মাইজাদী বেগম (৬৮) বলছিলেন, ‘সকালের তেই ঠান্ডায় আগুনের ধারে দি বসি আছি কম্বলডা বেজায় উম।’ জরিনা বিবি (৬৫) বলেন, ‘বাহে, হামার সওল পওল নেই, তোমরা হামাকে কম্বলখান দিয়ে কাজের কাজ কইল্লে।’

এভাবেই প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে থাকার কাজ করে যাচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা