‘কয়ডা দিন একটু কম কষ্ট হইব’

শতাধিক মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে
ছবি: সংগৃহীত

সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। আব্বাস মিয়া খুব ভোরে পাইকারি বাজার থেকে সবজি এনে রাস্তার এক কোণে বসে তা বিক্রি করেন। সকাল থেকে কোনো সবজি বিক্রি হয়নি। বয়স ৬০ পেরিয়েছে। কত টাকাই-বা আয় করেন তিনি। ১১ মে মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে যাত্রাবাড়ী বন্ধুসভা আব্বাস মিয়ার হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। যাত্রাবাড়ী বন্ধুসভার ত্রাণ পেয়ে আব্বাস মিয়া বলেন, ‘মাগো, কয়ডা দিন একটু কম কষ্ট হইব।’

শতাধিক মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে
ছবি: সংগৃহীত

আব্বাস মিয়ার মতো এ রকম প্রায় অর্ধশত মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে। জুরাইন ও তার আশপাশের কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ত্রাণ।

ত্রাণ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলেন। সবাই ধন্যবাদ জানান বন্ধুসভার বন্ধুদের।

শতাধিক মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে
ছবি: সংগৃহীত

করোনাকালে অসংখ্য মানুষ নিজের কর্মক্ষেত্র হারিয়েছেন। অনেকের আয় কমে গিয়েছে। বন্ধুসভার ত্রাণ পেয়ে কয়েক দিনের জন্য তাঁরা নিশ্চিন্ত হতে পেরেছেন।

শতাধিক মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে
ছবি: সংগৃহীত

সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনে অনেকেই ঘরে বসে দিশেহারা। এমন মানুষের সহায়তায় পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে যাত্রাবাড়ী বন্ধুসভার এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা)।

শতাধিক মানুষের মধ্যে যাত্রাবাড়ী বন্ধুসভা ত্রাণ বিতরণ করেছে
ছবি: সংগৃহীত