‘কয় দিনের জন্য খাওয়ার চিন্তা দূর হইল’

কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে প্রথম আলো ট্রাস্ট। গতকাল লালমনিরহাট সদরের বুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

পায়ে হাঁটার শক্তি নেই বলে হুইলচেয়ারে বসে আবদুল কাইয়ুম (৬০) ও মানিক মিয়া (৩২) লালমনিরহাট সদর উপজেলার বুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ঈদ উপহারসামগ্রী গ্রহণ করতে। আবদুল কাইয়ুম বলেন, ‘হুইলচেয়ারে চলি, কেউ কামে নেয় না। শক্তিও নাই। রোজার মাস, করোনার সমস্যা, সবার টানাটানির সংসার। এহন আর আগের মতন সাহায্য পাই না। প্রথম আলোর থাকি খাদ্যসামগ্রী পায়া খুব উপকার হইল। কয় দিনের জন্য খাওয়ার চিন্তা দূর হইল।’

আবদুল কাইয়ুমের বাড়ি উপজেলার ইটাপোতা গ্রামে। গতকাল শনিবার সকালে ধরলা ও রত্নাই নদ-নদী পারের মোগলহাট ইউনিয়নের চার গ্রামের কর্মহীন ১০০ পরিবারের সদস্যরা এসেছিলেন ঈদ উপহার গ্রহণ করতে। গ্রামগুলো হলো বুমকা, ইটাপোতা, কর্ণপুর ও কুড়ল। উপহারসামগ্রী বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো লালমনিরহাট বন্ধুসভার সদস্যরা।

ইউনিয়নের মানজাটারি গ্রামের মৃত নসিমুদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) বলেন, ‘অভাবের সংসারে খাওয়াদাওয়ার কষ্ট। রোজার মাসে তোমগোর দেওয়া খাদ্যবস্তু পায়া খুব উপকার পাইলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন তোমগোর ভালো হয়।’

ঈদ উপহারসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি দেশি মসুর ডাল, এক কেজি প্যাকেটজাত লবণ ও এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার মো. আসাদুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘প্রথম আলো দেশের মানুষের কাছে প্রিয় পত্রিকা। সেই পত্রিকার ট্রাস্টের সহায়তায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ যেমন প্রশংসার যোগ্য তেমনি এটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।’