‘ক্রীতদাসের হাসি’ নিয়ে চবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র

শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ বইয়ের প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভার বছরের সপ্তম ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শুক্রবার জুম অ্যাপের মাধ্যমে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রের জন্য নির্ধারিত বই ছিল শওকত ওসমানের লেখা উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’।

বিখ্যাত আরব্য উপন্যাস ‘আলিফ লায়লা ওয়া লায়লান’–এর একটি কাহিনি অবলম্বনে ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস রচিত হয়েছিল। উপন্যাসের কাহিনি তখনকার সময়ে (১৯৬৩ সালে) আইয়ুব খানের শাসনামলের প্রেক্ষাপটের সঙ্গেও মিলে যায়। হাসি এমনই একটি বিষয় যা কখনো অনেক টাকার বিনিময়েও কিনতে পাওয়া যায় না। বন্ধুরা খুবই চমৎকারভাবে বইয়ের আলোচনায় এসব বিষয় ফুটিয়ে তোলেন।

বই নিয়ে আলোচনা করেছেন চবি বন্ধুসভার নতুন বন্ধু মো. তাওহীদুল ইসলাম, মোকাররম হোসেন, রিদওয়ান আহমেদ ও ইবরাহীম আলী। রিদওয়ান আহমেদের ভাষ্যমতে, ‘ক্রীতদাসের হাসি’ বইটিতে যেসব চরিত্রের উল্লেখ রয়েছে, তা আমাদের বর্তমান সমাজেও বিদ্যমান। উপন্যাসটি যেন আমাদের বর্তমান সমাজেরই একটি স্থিরচিত্র।

ইবরাহীম আলী জানান, শওকত ওসমান ‘ক্রীতদাসের হাসি’ বইটির জন্য আদমজী পুরস্কার পেলেও কর্তৃপক্ষ তখন বুঝতে পারেনি যে বইটি আসলে আইয়ুব খানের শাসনামলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ লেখা।

পাঠচক্রে অংশগ্রহণ করেছেন বন্ধুসভার বন্ধু সৌমিক তালুকদার, সাইফুল ইসলাম, সিরাজুস সালেকীন, ফাহিমা ইসরাত প্রমুখ।

পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা