‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা

‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস করোনা মহামারি অতিক্রম করার পর পুনরায় সশরীর ক্যাম্পাসে ফেরার অনুমতি পায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজন করে ‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’।

‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত
‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত

আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব। বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে তৈরি হয় ক্লাবগুলোর স্টল। সেখানে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আশুলিয়া ক্যাম্পাসের বন্ধুরা বিভিন্ন কার্যক্রম দ্বারা সাজিয়ে তুলেছিলেন তাঁদের স্টল। স্টলে ছিল ‘আবার এসেছি ফিরে’ শিরোনামের ফটোফ্রেম। এই ফ্রেমে ফিরে আসার মুহূর্তগুলোকে রঙিন করে ধরে রাখেন সবাই।

‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত
‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত

এ ছাড়া তৈরি করা হয় অনলাইনে বহুল ব্যবহৃত কিছু মজার শব্দ দিয়ে ‘স্টিকি নোট’। ছিল ব্যতিক্রম একটি ক্যানভাস, যেখানে সবাই এত দিনে জমে থাকা অনুভূতি লিখে প্রকাশ করেন। এটির শিরোনাম ছিল ‘অনুভূতির অভিব্যক্তি’।

‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত
‘ক্যাম্পাস রিওপেনিং সেলিব্রেশন’ আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: সংগৃহীত

উৎসবে বন্ধুসভার বন্ধুরা সেজেছিল শাড়ি ও পাঞ্জাবিতে। আয়োজন সকাল ৯টায় শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।