কোলদের ‘সাকরাইত’ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

কোলদের ‘সাকরাইত’ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

ক্ষুদ্র জাতিসত্তা কোলদের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের নাম হচ্ছে ‘সাকরাইত’ বা পৌষসংক্রান্তি উৎসব। দিনটিকে ঘিরে চলে নানা কর্মযজ্ঞ। সেই উৎসবে অংশ নিয়ে ১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে কোলদের ঐতিহ্যবাহী ‘খেবেলখেচা’ নাচসহ নানা ঐতিহ্যবাহী নাচ-গানে অংশ নিয়ে মাতোয়ারা হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কোলদের গ্রাম ফিল্টিপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ঝিলিম ইউপির চাতরা পাড়া, ফিল্টি পাড়া, বিল বৈলঠা, বৈলঠা, চটিগ্রাম; রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সাংস্কৃতিক দল ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।

উৎসবে অংশ নিতে বন্ধুসভার বন্ধুরা ফিল্টিপাড়াসহ আশপাশের গ্রামগুলো ঘুরে দেখেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে আলপনা ও উৎসবের আনন্দ উপভোগ করেন। বিকেলে ফিল্টিপাড়া মাঠে ঢোল, মাদল ও বাঁশি নিয়ে সেজেগুজে জড়ো হন বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ। এখানে শুরু হয় ঝুমুর, ঝুমটা ও কোলদের ঐতিহ্যবাহী খেবেলখেচা নাচ। ঢোল, মাদল ও বাঁশির তালে তালে এ নাচ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে কোল সাংস্কৃতিক দলগুলোর সঙ্গে অংশ নেন বন্ধুসভার বন্ধুরা। দিন শেষে শিখে ফেলেন বেশ খানিকটা কোল ভাষাও।

ফিল্টিপাড়া সাংস্কৃতিক দলের নেত্রী কল্পনা মুরমু ও বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল বলেন, ‘সাকরাইত হচ্ছে কোলদের প্রধান উৎসব। বাড়ি বাড়ি দই-চিড়া, মুড়ি-মুড়কির সঙ্গে আয়োজন করা হয় নানা ধরনের পিঠাপুলিও। বেড়াতে আসেন আত্মীয়স্বজন। সাকরাইতে সবাই আনন্দে মাতে। বাড়ে সবার মাঝে সম্প্রীতি। এবার আমাদের আনন্দে বাড়তি মাত্রা জুগিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। তাঁরা আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিশেছেন। নাচ-গানে অংশ নিয়েছেন।’

কোলদের ‘সাকরাইত’ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

গ্রামের মোড়ল লাছাম মুরমু, গ্রামবাসী বাদল মার্ডী, বিশু টুডুর সঙ্গে কথা বলে জানা যায়, উৎসবকে কেন্দ্র করে কিছু বাড়িতে ‘ফাগুয়া ছুটাই’ পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে বাড়িতে মাটির দেয়াল ও মেঝেতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকেন নারীরা। বাড়ির আঙিনা লেপাপোঁছা করে পূজা দেওয়ার স্থান মাটির থানে কলা ও বটের পাতায় তেলের পিঠা আন্ধাসা রেখে ধূপ জালিয়ে পরিবারের প্রধান ফাগুয়া ছুটাই পূজা দেন। প্রধানের স্ত্রী নতুন শাড়ি পরে থানে চালের গুঁড়া দিয়ে আলপনা আঁকেন ও সিঁদুর দেন।

কোলদের ‘সাকরাইত’ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আলী উজ্জামান নূর, সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফা আসরাফি, মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক ফারাহ উলফাৎ রহমান, প্রশিক্ষণ সম্পাদক রবিউল আওয়াল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সারমিন আকতার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সানজিদা আফরোজ, সদস্য জাহিদা ফেরদৌস প্রমুখ।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

কোলদের ‘সাকরাইত’ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা