কুড়িগ্রামের ঝুনকার চরে বানভাসিদের পাশে ড্যাফোডিল বন্ধুসভা

কুড়িগ্রামের বন্যাকবলিত ঝুনকার চরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ত্রাণ বিতরণ
ছবি: বন্ধুসভা

‘হামরা গরিব মানুষ বন্যায় নিঃস্ব হয়া গেছি বাহে, তোনার ত্রাণ পায়া হামার অনেক উপকার হইল।’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের বন্যাকবলিত ঝুনকার চরের ষাটোর্ধ্ব বাসিন্দা করিম মিয়া। ঝুনকার চরে ৩ জুলাই রোববার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা ত্রাণ দিতে গেলে এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন বানভাসিরা।

চারদিকে অথই পানি, মাঝখানে দ্বীপের মতো বিচ্ছিন্ন কিছু ঘরবাড়ি খানিকটা মাথা তুলে উঁকি দিচ্ছে। রোববার বেলা তিনটা। মাথার ওপর তেতে ওঠা সূর্যের প্রখর রোদের ভেতর ধরলার সাদা জলরাশির বুক চিরে একটি বড় ইঞ্জিনচালিত নৌকা ছুটে চলছে। নৌকার মধ্যে সারি ত্রাণের বস্তা আর ড্যাফোডিল বন্ধুসভার একদল অদম্য বন্ধু। উদ্দেশ্য, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঝুনকার চর। কুড়িগ্রাম সদর থেকে ১৫ কিলোমিটার পথ গাড়িতে এবং বাকিটা পথ নৌকাযোগে সেখানে যেতে হয়। পথ কিছুটা দুর্গম হলেও বন্ধুরা অবিচল, যত কষ্টই হোক, সেখানে পৌঁছাতে হবে।

কুড়িগ্রামের বন্যাকবলিত ঝুনকার চরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ত্রাণ বিতরণ
ছবি: বন্ধুসভা

দেড় ঘণ্টার নৌকাযাত্রা শেষে বন্ধুরা যখন ঝুনকার চরে পৌঁছালেন, তখন বিকেলের সূর্য পশ্চিমের কোণে ঈষৎ হেলে পড়েছে। সারিবদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে ত্রাণসহায়তার অপেক্ষায়। নৌকাটি দেখে তাঁদের বাধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত জায়গায় নৌকা থামিয়ে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। দুই শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, তিন কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল ও এক কেজি লবণ। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে কিশোরী ও নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। বন্ধুদের উপহার পেয়ে অনেকে আনন্দে কান্না করে দেন।

ত্রাণ কার্যক্রম শেষ করে বন্ধুরা যখন নৌকায় ফিরছিলেন, জলরাশির বুকে সবে সন্ধ্যা নামতে শুরু করেছে। গোধূলির আলো ক্রমে মিইয়ে গেলেও বন্ধুদের মনে তখন অনাবিল আনন্দ, মানুষের পাশে দাঁড়াতে পারার উচ্ছ্বাস।

কুড়িগ্রামের বন্যাকবলিত ঝুনকার চরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ত্রাণ বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রায় প্রতিবছরই বন্যার সঙ্গে লড়াই করতে হয় কুড়িগ্রামের মানুষকে। কিন্তু তাদের কাছে ঠিকভাবে ত্রাণসহায়তা পৌঁছায় না। তাই এবার দুর্যোগ শুরু হওয়ার পরপরই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা উদ্যোগ নেন কুড়িগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর। সাবেক কার্যনির্বাহী সদস্যদের জানালে তাঁরা সঙ্গে সঙ্গেই এতে সায় দেন। শুরু হয় অনুদান সংগ্রহ। এ কার্যক্রমের প্রায় পুরোটা অর্থ দিয়েছেন সাবেক বন্ধুরা। সেগুলো নিয়ে রংপুর থেকে খাদ্যসামগ্রী কেনা হয়। কেনাকাটা থেকে শুরু করে ত্রাণ বিতরণ পর্যন্ত পুরোটা সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আহসান আরিফ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজদৌল্লাহ্ লাবু, সদস্য ইউরিদ মুত্তাকীম, হাসিবুল হাসান, সিয়াম ও ফারহান ইসরাক।

বন্ধু, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা