কুষ্টিয়া বন্ধুসভার বছরের প্রথম ভার্চ্যুয়াল বৈঠক

৮ জানুয়ারি রাত নয়টায় জুম অ্যাপে বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো কুষ্টিয়া বন্ধুসভার বছরের প্রথম ভার্চ্যুয়াল বৈঠক। ৮ জানুয়ারি রাত নয়টায় সাধারণ সম্পাদক তামিম হোসেন পিয়াসের সঞ্চালনায় জুম অ্যাপে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ছিল পরিচয়পর্ব। এরপর কমিটির সদস্যরা নিজেদের নির্ধারিত পদের দায়িত্ব সম্পর্কে বলেন। বন্ধুরা করোনাকালীন বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।

প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান বন্ধুদের নতুন উদ্যমে আগামীর দিনগুলোতে কাজ করার পরামর্শ দেন। তিনি সামাজিক কাজের পাশাপাশি বন্ধুদের লেখালেখি, উপস্থাপনা, কবিতা আবৃত্তিসহ অন্যান্য সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার কথা বলেন।

কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি সাব্বির আহাম্মেদ আগামী এক বছরের খসড়া কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি সবাইকে আগামীর কর্মসূচি নিয়ে পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান। বন্ধুদের গান পরিবেশনের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।

বৈঠকে বন্ধু অর্ণব, রাহুল, শিপলু, কোরবান, রিজিয়া, তানহা, জহির, সোহেল, স্বর্ণা, সাহেদ, সোনিয়া, তানজিম, ফারুক প্রমুখ বন্ধু উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক, কুষ্টিয়া বন্ধুসভা