কুলাউড়া বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

কুলাউড়া বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার কুলাউড়া শাখার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কুলাউড়া শহরের অভিজাত রেস্টুরেন্ট ডিলাইট স্টেক হাউসের হলরুমে ৩০ জানুয়ারি সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।

কুলাউড়া বন্ধুসভার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা আবদুস সামাদ আজাদ, কাওসার আহমেদ চৌধুরী, নাজমুল বারী প্রমুখ।

অনুষ্ঠানে কুলাউড়া বন্ধুসভার সদ্য বিদায়ী কমিটির সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলামকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কুলাউড়া বন্ধুসভার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠান উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামছু উদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপুল চন্দ দাস, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. কামরুল ইসলাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম সুনিম, সদস্য আয়শা আক্তার, ফারহানা আহমেদ রিমি, আবদুল ছালিক প্রমুখ।