প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর প্রত্যেক বন্ধুসভা একটি করে ভালো কাজ করে। সেই ধারাবাহিকতায় কুলাউড়া বন্ধুসভা ভালো কাজ হিসেবে মসজিদে বাংলা তরজমাসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে।
গত শুক্রবার জুম্মার নামাজ শেষে জয়চণ্ডী ইউনিয়নের কুটাগাঁও জামে মসজিদে প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি এ কে এম জাবেরের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে ২৪টি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা সাব্বির আহমেদ, কুটাগাঁও জামে মসজিদের সভাপতি রোসেন আহমেদ, সাধারণ সম্পাদক ইউনিস আলী এবং কোষাধ্যক্ষ কুতুব আলী।
উপস্থিত ছিলেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক শামছু উদ্দীন, সোশ্যাল কেয়ার অব নেশন পরিচালনা পর্ষদের সদস্য খায়রুল কবির, কুলাউড়া বন্ধুসভার উপসাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ।