কুমিল্লা বন্ধুসভার ‘বন্ধু আড্ডা’

বন্ধুসভার পুরোনো সদস্য কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মীর মোবারক হোসাইনকে নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

গান, আবৃত্তি আর কথামালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমিল্লা বন্ধুসভার বন্ধু আড্ডা। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বন্ধুসভার পুরোনো সদস্য কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মীর মোবারক হোসাইনকে নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়। কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকার প্রথম আলো কার্যালয়ে এ আড্ডা হয়। সিভিল সার্জনকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা, প্রথম আলোর মগ ও মাস্ক উপহার দেওয়া হয়।

মীর মোবারক হোসাইন বলেন, ‘১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো প্রকাশিত হয়। তখন আমি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী। তখন সিলেট স্টেডিয়ামের পাশে প্রান্তিক চত্বরে প্রথম আলো সিলেট বন্ধুসভার নিয়মিত বৈঠক হতো। সেখানে আমি বন্ধুসভার সদস্য হই। বন্ধুসভা আমাদের হৃদয়ে সব সময় দোলা দেয়। বহু লেখক ও সংগঠকের জন্ম দিয়েছে বন্ধুসভা। এ আড্ডা ছাত্রজীবনের সেই সময়কার সব স্মৃতি মনে করিয়ে দেয়।’

বন্ধুসভার পুরোনো সদস্য কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মীর মোবারক হোসাইনকে নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

কুমিল্লা বন্ধুসভার সভাপতি মাহমুদা আক্তারের সভাপতিত্বে আড্ডায় কথা বলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল নাছের, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা বন্ধুসভার সাবেক সভাপতি মহিউদ্দিন লিটন, মাসুদ রানা ও তাহরিমা ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিন মোস্তফা প্রমুখ।

বন্ধুসভার পুরোনো সদস্য কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মীর মোবারক হোসাইনকে নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

আড্ডা অনুষ্ঠানে আবৃত্তি করেন কুমিল্লা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা নিশাত। সংগীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক সালমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা ও প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লার ফটোসাংবাদিক এম সাদেক।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা