কাশফুলের রাজ্যে নরসিংদী বন্ধুসভা

কাশফুলের রাজ্যে নরসিংদী বন্ধুসভা
ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে বন্ধুরা কাশফুল দেখতে যাওয়ার আবদার করছিল। বন্ধুদের আবদার রাখতেই ২১ সেপ্টেম্বর আয়োজন করা হয় কাশফুলের রাজ্যে ভ্রমণ। বেলা সাড়ে তিনটায় নরসিংদী সদরের হেমেন্দ্র সাহার মোড়ে বন্ধুরা একে একে জড়ো হতে শুরু করে। এখান থেকে অটোরিকশায় করে সবাই একসঙ্গে চলে যাই নাগরিয়াকান্দি শেখ হাসিনা ব্রিজে। ব্রিজটা পার হলেই কাশফুল রাজ্যের দেখা মেলে।

মেয়ে বন্ধুদের পরনে ছিল শাড়ি আর ছেলে বন্ধুরা পরেছে পাঞ্জাবি। আকাশ কিছুটা রৌদ্রোজ্জ্বল, আবার ক্ষণে ক্ষণে মেঘলা হলেও বন্ধুদের আনন্দের কমতি ছিল না। কাশফুলের সঙ্গে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতে সবাই ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও গ্রুপ ছবি তোলা হলো।

বন্দুক দিয়ে নিশানা করে বেলুন ফোটানো
ছবি: সংগৃহীত

নরসিংদী বন্ধুসভার বিজ্ঞানবিষয়ক সম্পাদক আন-নূর বায়না ধরল বন্দুক দিয়ে নিশানা করে বেলুন ফোটানোর। একজনের বায়নায় একে একে প্রত্যেক বন্ধুই বন্দুক দিয়ে নিশানা করে বেলুন ফোটাল। এভাবেই কিছুক্ষণের জন্য বন্ধুরা হারিয়ে গেল শৈশবে। অনুষ্ঠান সম্পাদক অপর্ণা সাহা সবার এ বায়না রক্ষা করল। খরচের দায় একাই নিল।

বেলুন ফোটানো পর্ব শেষ করে বন্ধুরা কলকি আইসক্রিম খেল। এ আইসক্রিম খাওয়া স্কুলজীবনের বন্ধুদের নিয়ে আইসক্রিম খাওয়ার কথা মনে করিয়ে দিল।

কেক কেটে সাংগঠনিক সম্পাদক সীমান্ত সাহার জন্মদিন পালন
ছবি: সংগৃহীত

নাগরিয়াকান্দি ব্রিজের পর আফতাবনগর নামে একটি জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। সেখানে বন্ধুরা চরকির মতো নৌকাতে উঠল। প্রথমে আগ্রহ থাকলেও পরে অনেকে ভয় পেল। সব বন্ধু একসঙ্গে থাকায় সবাই সবার হাত ধরে হইচইয়ে মেতে উঠল। ভয়কে জয় করে সবাই আনন্দে মেতে উঠল।

সন্ধ্যা নেমে এল। বন্ধুরা একসঙ্গে রং–চা খেল। নদীর পাড়ে ২২ বন্ধু গোল হয়ে টংদোকানে বসে চা খাওয়ার আনন্দই অন্য রকম।

কাশফুলের রাজ্যে নরসিংদী বন্ধুসভা
ছবি: সংগৃহীত

শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না আনন্দ। সন্ধ্যায় সবাই নরসিংদী পুরোনো বাসস্ট্যান্ডে এসে বৈশাখী রেস্টুরেন্টে কেক কেটে সাংগঠনিক সম্পাদক সীমান্ত সাহার জন্মদিন পালন করল। সীমান্ত সাহা সবাইকে সন্ধ্যার নাস্তা করাল। জন্মদিন পালন শেষে সভাপতি পল্টন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হৃদয় গোপাল সাহা জাতীয় পরিচালনা পর্ষদ থেকে বন্ধুদের জন্য পাঠানো মাস্ক সব বন্ধুকে উপহার দিল।

অসাধারণ একটি বিকেল ও সন্ধ্যা পার করে বন্ধুরা আনন্দমনে ঘরে ফেরে সেদিন।

সাধারণ সম্পাদক, নরসিংদী বন্ধুসভা