‘কাল্পনিক বিতর্ক’ বইয়ের ওপর জামালপুর বন্ধুসভার পাঠচক্র

ড. খন্দকার রেজাউল করিম রচিত বিজ্ঞান দর্শন ও সাহিত্যবিষয়ক উপন্যাস ‘কাল্পনিক বিতর্ক’ বইয়ের ওপর পাঠচক্র ও মাসিক বৈঠক করেছে প্রথম আলো বন্ধুসভা জামালপুর
ছবি: বন্ধুসভা

ড. খন্দকার রেজাউল করিম রচিত বিজ্ঞান দর্শন ও সাহিত্যবিষয়ক উপন্যাস ‘কাল্পনিক বিতর্ক’ বইয়ের ওপর পাঠচক্র ও মাসিক বৈঠক করেছে প্রথম আলো বন্ধুসভা জামালপুর। ১ জুলাই বিকেল সাড়ে চারটায় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

বইয়ের কিছু অংশ পড়ে শোনান জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা ও প্রচার সম্পাদক অন্তরা চৌধুরী। আলোচনা করেন সভাপতি মোহাইমিনুল ইসলাম।

পাঠচক্র শেষে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় পরিচালনা পর্ষদ থেকে ঘোষিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে আয়োজন করা নিয়ে পরিকল্পনা করা হয়। এ সময় বন্ধুরা নিজেদের মতামত জানান।

উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সাবেক সভাপতি সিফাত আবদুল্লাহ্, সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল হোসেন, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক হাবিবুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল মেহেদী, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সাহরিয়ান মাহমুদ, রুবেলসহ অন্য বন্ধুরা।

সভাপতি, জামালপুর বন্ধুসভা