কাতারে প্রবাসী তরুণদের ‘বন্ধুসভা’ গঠনের উদ্যোগ

গতকাল মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহার আলবিদা পার্কে বন্ধুসভার টানে সমবেত হয়েছিলেন এই তরুণেরাছবি: সংগৃহীত

কাতারে প্রথম আলো বন্ধুসভা গঠনের উদ্যোগ নিয়েছেন একঝাঁক প্রবাসী বাংলাদেশি তরুণ। বাংলাদেশে থাকাকালে এই তরুণদের অনেকেই জড়িত ছিলেন বন্ধুসভার নানা কার্যক্রমে। এখন প্রবাসেও তাঁরা ছড়িয়ে দিতে চান বন্ধুসভার আলো।

গতকাল মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহার আলবিদা পার্কে বন্ধুসভার টানে সমবেত হয়েছিলেন এই তরুণেরা। কাতারের সরকারি–বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত এই প্রবাসী তরুণেরা অবসরের সময়টুকু বিলিয়ে দিতে চান দেশ ও সমাজের কল্যাণে।

প্রথম অনানুষ্ঠানিক এই বৈঠকে পরিচিতি পর্বের পর সবাই বন্ধুসভা গঠন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সিদ্ধান্ত হয় বন্ধুসভার মাধ্যমে কাতারে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য জনকল্যাণ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন তাঁরা। পাশাপাশি কাতারের স্থানীয় সমাজে বাংলাদেশকে তুলে ধরতে বহুমুখী উদ্যোগে জড়িত হবেন তাঁরা।

কাতারে প্রথম আলো বন্ধুসভা গঠনের উদ্যোগ নিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি তরুণেরা
ছবি: সংগৃহীত

সিলেট বন্ধুসভার সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলোর কাতার প্রতিনিধি তামীম রায়হান, নিয়াম বাবু, আমিনুল ইসলাম, নাইমুল ইসলাম, নাহিদ ইসলাম, আবজল আহমদ, আবু হানিফ রানা, সিফাত খান, শাকিল আহমদ প্রমুখ।

বৈঠকে পরিচিতি পর্বের পর সবাই বন্ধুসভা গঠন বিষয়ে আলোচনা করেন
ছবি: সংগৃহীত

আলোচনায় ঢাকা থেকে ভিডিও কলে অংশ নিয়ে সবাইকে স্বাগত জানান বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি এমন উদ্যোগের প্রশংসা করে সবাইকে শুভেচ্ছা জানান ও উদ্যোগের সাফল্য কামনা করেন। কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘কাতার বন্ধুসভা’ একটি মিলনস্থল হিসেবে পরিগণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া তিনি কাতার বন্ধুসভা গঠনের লক্ষ্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে করণীয় সম্পর্কে পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বন্ধুসভার কার্যক্রম কাতারে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া এবং আগ্রহী তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সবাই মতামত দেন।