কাতার বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠন

কাতারে প্রথম আলো বন্ধুসভা গঠনের উদ্যোগ নিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি তরুণেরা
ফাইল ছবি

কাতারে প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বুধবার দ্বিতীয় সাংগঠনিক বৈঠকে কাতার বন্ধুসভার ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তামিম রায়হানকে উপদেষ্টা, মিজানুর রহমানকে আহ্বায়ক ও আবজাল আহমেদকে সদস্যসচিব করে কাতার বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে সদস্য হিসেবে আছেন নিয়াম বাবু, আবু হানিফ রানা, শাকিল আহমেদ, মো. নাহিদ ইসলাম, নাইমুল ইসলাম, আমিনুল ইসলাম, ওয়ালিদা নিজাম, মুনমুন রায় ও সিফাত ইসলাম। বৈঠকে আগামী ২৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১টি বাংলা বই কাতার জাতীয় লাইব্রেরিতে হস্তান্তর, অনুমতি পাওয়া সাপেক্ষে রক্তদান কর্মসূচি, ট্রাফিক আইন সম্পর্কে প্রচারণাপত্র বিতরণ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, জাগরণের গান ইত্যাদি।

আহ্বায়ক কমিটি গঠনবিষয়ক বৈঠকে দেশপ্রেম, মানবসেবা, মানবকল্যাণ বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে কমিউনিটির ভ্রাতৃত্ব শক্ত ও মজবুত করা এবং দলগতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। সাংগঠনিক বৈঠকে কাতার বন্ধুসভার সদস্যদের কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।