কাঠগিরি চরে কুড়িগ্রাম বন্ধুসভার কম্বল বিতরণ

কুড়িগ্রাম বন্ধুসভার কম্বল বিতরণ
ছবি: বন্ধুসভা

মাঘ মাসের হাড় কাঁপানো শীত সারা বছরের ঠান্ডার অনুভূতি বুঝিয়ে দেয়। এমনি তীব্র শীতের দিনে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা শীতার্ত ব্যক্তিদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করেন।

১১ ফেব্রুয়ারি, শুক্রবার। তখন ঘড়ির কাঁটা সকাল ১০টা, কিন্তু আবহাওয়া বোঝার উপায় নেই। এই একটু রোদ তো আবার মনে হয় কুয়াশায় ঘেরা ভোর। সঙ্গে হিম ঠান্ডা বাতাস বইছে। এমনি প্রতিকূল আবহাওয়ায় ছুটে চলছে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা উষ্ণ ভালোবাসার কম্বল নিয়ে। গন্তব্য কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাঠগিরি চরে।

প্রথমে অটোতে প্রায় ১২ কিলোমিটার। পরে যাত্রাপুর বাজার থেকে ঘোড়ার গাড়িতে আরও আধা কিলোমিটার পাড়ি দিয়ে নদীর ঘাট। সেখান থেকে নৌকায় প্রায় দুই ঘণ্টা পথ পেরিয়ে বন্ধুরা পৌঁছায় কাঠগিরি চরে। সেখানে ১০০ পরিবারকে একটি করে কম্বল বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।

কম্বল পেয়ে ওহায়দা বেগম বলেন, ‘আল্লায় মিলাইছে তোমরা দিছেন, আল্লাহ তোমাগো ভালো করুক।’

কুড়িগ্রাম বন্ধুসভার কম্বল বিতরণ
ছবি: বন্ধুসভা

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, সভাপতি আসিফ ওয়াহিদ, সহসভাপতি নয়ন সরখেল, সাংস্কৃতিক সম্পাদক প্রতিভা চক্রবর্তী, বইমেলা সম্পাদক সাদিয়া আফরিন, দপ্তর সম্পাদক বিপ্লব, বন্ধু শাকিল প্রমুখ।