কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষা উপজেলার নাম কলাপাড়া। এটি পটুয়াখালী জেলার অন্তর্গত। এখানকার মানুষ যে অতিথিপরায়ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। আন্তরিকতাও তাঁদের অসাধারণ। প্রায় ১০ দিন এ এলাকায় অবস্থান করে তার প্রমাণ পেয়েছি। এখানকার একটি দর্শনীয় স্থানের নাম কুয়াকাটা। নৈসর্গিক শোভামণ্ডিত ও একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাওয়ার কারণে কুয়াকাটা সবাইকে আকৃষ্ট করে।

এবার একটি ওয়েব সিরিজের শুটিংয়ে কুয়াকাটায় গিয়েছিলাম। চরাঞ্চলের মানুষের জীবনকাহিনি নিয়ে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে। কুয়াকাটা-গঙ্গামতিতে শুটিং নিয়ে আমাকে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। কুয়াকাটায় এটা আমার প্রথম ভ্রমণ ছিল। শুটিংয়ের ফাঁকে মনে হলো, স্থানীয় বন্ধুসভার সঙ্গে একটা বৈঠক করে ফেলি। যেমন ভাবা, তেমন কাজ। প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি বন্ধুসভার সদস্যদের সঙ্গে কথা বলে ২০ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলা শিল্পকলা একাডেমিতে বৈঠক ঠিক করলেন।

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

সেদিন সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল উপকূলজুড়ে, যার কারণে কুয়াকাটা থেকে উপজেলা সদর কলাপাড়ায় পৌঁছাতে একটু দেরি হয় আমার। কলাপাড়ায় পৌঁছেই শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত হয়ে দেখি বিরাট আয়োজন। গেটে প্রবেশ করতেই কলাপাড়া বন্ধুসভার সভাপতি জাহানারা খান, উপদেষ্টা মোস্তফা জামান, আফসানা পলি, জাকিয়া, প্রমিতা কর, কায়েস, স্বাধীনসহ অনেক বন্ধুর ফুলেল শুভেচ্ছায় অভিভূত হলাম।

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

বৈঠকের শুরুতেই দেখানো হলো কলাপাড়া বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ‘প্রামাণ্যচিত্র’। ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরের পর কলাপাড়ায় বন্ধুসভা গঠিত হয়। তখন থেকে এ এলাকায় বন্ধুসভার সদস্যরা সমাজসেবামূলক নানা কাজ করছেন। প্রামাণ্যচিত্রে সেসব কাজের চিত্র দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। এরপর বন্ধুসভার সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম আলোচনা পর্বের মধ্য দিয়েই শেষ হবে সভা। কিন্তু তা নয়। কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা মোস্তফা জামান, সদস্য সাগর রায়, গৌরব হালদারের কণ্ঠে শুনলাম গান। প্রমিতা কর মুমু, মরিয়ম ও স্বাধীনের নৃত্য ছিল মনোমুগ্ধকর। স্থানীয় মানুষের কাছে নানা হিসেবে খ্যাত শামীম ব্যাপারীর বরিশালের আঞ্চলিক ভাষায় পরিবেশিত ‘গম্ভীরা’ বাড়তি আনন্দ দিয়েছে।

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

বন্ধুদের অনুরোধ আমাকেও রক্ষা করতে হয়েছে। আমিও আবৃত্তি করে শোনালাম কবি রফিক আজাদের কবিতা ‘যদি ভালোবাসা পাই’। সাংগঠনিক বৈঠক শেষ পর্যন্ত এক অনুষ্ঠানে রূপ নিয়েছিল। বৈঠকে পটুয়াখালী থেকে চলে এসেছিল পটুয়াখালী বন্ধুসভার সভাপতি জাহিদা জাহানসহ দুজন বন্ধু। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক নিখিল চৌধুরী দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে। নিখিল চৌধুরী আমার নাটকের ভক্ত। অনুষ্ঠানের পুরোটা সময় তিনিও ছিলেন আমাদের সঙ্গে।

কলাপাড়া বন্ধুসভার সঙ্গে এক দিন
ছবি: সংগৃহীত

সবশেষে ফটোশেসন করে বিদায় নিলাম কলাপাড়া থেকে। বন্ধুদের আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা ভোলার নয়। জয়তু কলাপাড়া বন্ধুসভা।

সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ