করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় রাবি বন্ধুসভা

‘করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা’য় রাবি বন্ধুসভা
ছবি: সংগৃহীত

‘ভালোর সাথে আলোর পথে, সবাই মিলে লড়ি করোনার বিরুদ্ধে’ স্লোগান সামনে রেখে ১৬ এপ্রিল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভা আয়োজন করে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক ফেসবুক লাইভ অনুষ্ঠান।

রাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী সার্জন মাহফুজ বিন তাসিক এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী ও ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদ রেজা।

অন্যান্য বছরের মতো ২০২০ সালও শুরু হয়েছিল নতুন কিছুর প্রত্যাশা নিয়ে। কিন্তু বছরের শুরুতেই আঘাত হানে করোনা নামক মহামারি। করোনার এক বছর পার হতে চললেও এখনো স্বাভাবিক হলো না কোনো কিছু। দিনে দিনে সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি চোখ রাঙাচ্ছে। তাই এখনই সময় সচেতন হওয়ার এবং একসঙ্গে রুখে দেওয়ার এই মহামারি নামক শত্রুকে। বক্তাদের আলোচনায় এসব কথা উঠে আসে।

প্রশ্নোত্তরভিত্তিক এই লাইভ অনুষ্ঠানে দর্শকদের করোনাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত দুজন বিশেষজ্ঞ অতিথি।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্বদ্যালয় বন্ধুসভা