কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত

পাঠচক্রে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ বইটি নিয়ে আলোচনা করা হয়
ছবি: সংগৃহীত

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো ভার্চ্যুয়াল পাঠচক্র। ২০ আগস্ট রাত সাড়ে আটটায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে শুরু হয় পাঠচক্র। পাঠচক্রে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ বইটি নিয়ে আলোচনা করা হয়।

‘যদ্যপি আমার গুরু’ বইটি সম্পর্কে উপস্থিত বন্ধুরা আলোচনা ও অনুভূতি প্রকাশ করেন। সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বইটি পড়ে বোঝা যায়, অধ্যাপক আবদুর রাজ্জাকের সঙ্গে তৎকালীন জাতীয় পর্যায়ের ব্যক্তিরা, যেমন কবি, লেখক, পণ্ডিত, শিল্পী, রাজনীতিক, সমাজসেবক প্রমুখের বেশ ভালো সম্পর্ক ছিল। লুঙ্গি-ফতুয়া পরা হালকা–পাতলা যে মানুষটি আন্তর্জাতিক পর্যায়ের সম্মান অর্জন করা ভিনদেশের হ্যারল্ড লাস্কি কিংবা হেনরি কিসিঞ্জারের মনে বিশেষ জায়গা করে নিতে পারেন, তিনি নিশ্চয়ই সাধারণ মানুষ নন, এটিই বোঝাতে চেয়েছেন আহমদ ছফা।

উপসাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম বলেন, অধ্যাপক আবদুর রাজ্জাক বিশ্বাস করতেন, বাঙালি মুসলিমদের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যভাবনায় সংস্কার জরুরি।

সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, আহমদ ছফার রচনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে অধ্যাপক আবদুর রাজ্জাক ছিলেন এমন একজন মানুষ, যিনি প্রত্যন্ত অঞ্চলের জমির আইল থেকে শুরু করে আন্তর্জাতিক সীমায় পর্যন্ত খুবই তীক্ষ্ণতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ, আসিফ রায়হান, শফিকুল ইসলাম, মারুফ রশিদ, ফরহাদ আলম, জান্নাতুন নাঈম, জাহিদুল ইসলাম, আকাশ শর্মা, সাখাওয়াত হোসেন, ইফতে শরফ প্রমুখ।