কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার প্রথম সাংগঠনিক বৈঠক

বৈঠকে নতুন বছরের কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়
ছবি: সংগৃহীত

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার ২০২১ সালের নবগঠিত কার্যকরী কমিটির ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে ভার্চ্যুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠক সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মারুফ রশিদ। বৈঠকে নতুন বছরের কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। তিনি সবার সঙ্গে বন্ধুসভায় কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন। বলেন, ‘সমাজকে সাজাতে হলে মানুষকে সৃষ্টিশীল এবং সুশীল হওয়া প্রয়োজন। এই কঠিন কাজ করা সম্ভব ছাত্রজীবনে সংগঠনের সঙ্গে থেকে কাজ করার মাধ্যমে। ভালোর সাথে আলোর পথে থেকে বন্ধুসভার মতো এত বিস্তৃত প্ল্যাটফর্মের সহায়তায় আমরা হয়ে উঠব সৃষ্টিশীল।’

এরপরই শুরু হয় পরিচিতি পর্ব। বৈঠকে উপস্থিত কার্যকরী কমিটির সমস্যরা নিজেদের অনুভূতি এবং বছরের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা পেশ করেন।

সহসভাপতি আসিফ রায়হান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা অতীতেও ভালো কাজের সঙ্গে ছিল, আগামী দিনেও ভালো কাজের মাধ্যমে সুনাম অর্জন করে যাবে।’

সংগঠনের দায়িত্ব সম্পর্কে সবাইকে স্বচ্ছ ধারণা দিয়ে বৈঠক সমাপ্ত ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ।