‘ওঙ্কার’ নিয়ে বশেফমুবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত

‘ওঙ্কার’ উপন্যাস নিয়ে বশেফমুবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) বন্ধুসভার দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বুধবার রাত ১০টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে নবীন এই বন্ধুসভার বন্ধুরা আহমদ ছফার উপন্যাস ‘ওঙ্কার’ নিয়ে পাঠচক্র করেন।

পাঠচক্র সঞ্চালনা করেন বশেফমুবিপ্রবি বন্ধুসভার আহ্বায়ক তাসনিমুল হক। বন্ধুদের খোঁজখবর নেওয়ার পর্ব শেষে তিনি নির্ধারিত বইটির সারাংশ তুলে ধরেন। বইটির ভাষাশৈলী নিয়ে বক্তব্য দেন বন্ধু মোছাদ্দিক হাবিব। বইয়ের বর্ণনা-ভঙ্গি ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান।

‘ওঙ্কার’ উপন্যাস নিয়ে বশেফমুবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নবীন এই সংগঠনের সদস্যদের মান উন্নয়ন বিষয়ে কথা বলেন বশেফমুবিপ্রবি বন্ধুসভার সদস্য সাবিত হাসান ও প্রীতি রানী ঘোষ।
আলোচনা শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে সঞ্চালক তাসনিমুল হক বশেফমুবিপ্রবি বন্ধুসভার দ্বিতীয় পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করেন।