এমসি কলেজ বন্ধুসভার শপথপাঠ ও সাংগঠনিক বৈঠক

গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো এমসি কলেজ বন্ধুসভার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক। ৭ জানুয়ারি বেলা ৩টায় গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের প্রভাষক ও বন্ধুসভার উপদেষ্টা দিলীপ রায় ও সাগর বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন তপু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, বর্তমান সভাপতি আবদুল আজিজসহ এমসি কলেজ বন্ধুসভার কার্যকরী কমিটির অন্য সদস্যরা।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাবেক সভাপতি আনোয়ার হোসেন তপু কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। ধারাবাহিকভাবে শুরু হয় কার্যকরী কমিটির পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময়। দিলীপ রায় ও সাগর বিশ্বাস দুজনই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতি আবদুল আজিজ বার্ষিক কর্মসূচি ২০২১ সবার সামনে উপস্থাপন করেন। আবদুল আজিজ বলেন, ‘খুব শিগগিরই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পালন করা হবে। যথাসম্ভব স্বাস্থ্যবিধি অনুসরণ করার মাধ্যমে আমাদের বার্ষিক কর্মসূচি পালন করার ধারা অব্যাহত থাকবে।’