এমসি কলেজ বন্ধুসভার বছরের প্রথম পাঠচক্রে ‘সংগঠন ও বাঙালি’

এমসি কলেজ বন্ধুসভার নতুন বছরের প্রথম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

এমসি কলেজ বন্ধুসভার নতুন বছরের প্রথম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল আবদুল্লাহ আবু সায়ীদের লেখা ‘সংগঠন ও বাঙালি’। বইটি শুভেচ্ছা উপহার হিসেবে দিয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জান্নাতুল বাকের নন্দন।

পাঠচক্র পরিচালনা করেন পাঠচক্র সম্পাদক ফারহানা আক্তার লিমা। পাঠচক্রে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্রজিত কর জয়, যোগাযোগ সম্পাদক উত্তম দাস রিপন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইভা সিদ্দিকী প্রমুখ।

পাঠচক্রের নির্ধারিত বই ছিল আবদুল্লাহ আবু সায়ীদের লেখা ‘সংগঠন ও বাঙালি’
ছবি: বন্ধুসভা

আবদুল্লাহ আবু সায়ীদ সংগঠন ও বাঙালি বইয়ে দেখাতে চেয়েছেন বাঙালির সাংগঠনিক প্রতিভা কেন এত কম? আর কেনই–বা সংগঠনগুলো দীর্ঘস্থায়ী হয় না?

লেখক বইটিতে নয়টি অনুচ্ছেদের মাধ্যমে খুব সুন্দরভাবে সংগঠনের বিষয়বস্তুগুলোকে আলোকপাত করেছেন। যার মাধ্যমে সাংগঠনিক দুর্বলতার জায়গাগুলোকে অনুধাবন করা যায়। বাঙালির সংগঠনের নান দিক বইটির আলোচনায় উঠে এসেছে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি আনোয়ার হোসেন তপু, সভাপতি আবদুল আজিজ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দীপক দেব বাপ্পা, সমাজকল্যাণ সম্পাদক মৌ সরকার, সদস্য রিংকু দাস, অর্জুন দেবনাথ, পাপড়ি তালুকদার প্রমুখ।