‘এগিয়ে যাওয়ার নতুন মাত্রা, নারীর অগ্রযাত্রা’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনলাইন আলোচনা সভা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর আত্মত্যাগ, লড়াকু মানসিকতা, সাহসী পদক্ষেপ ও সমাজ পরিবর্তনে নারীর অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এগিয়ে যাওয়ার নতুন মাত্রা, নারীর অগ্রযাত্রা’ শিরোনামের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তাসনিম মুশাররতের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আইন ও নারী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সাইদ আহসান খালিদ। তিনি নারীদের জীবনে আইনের সঠিক প্রয়োগ এবং গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নারীদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আইনের প্রয়োগ কীভাবে হচ্ছে, সে বিষয়ে আলোচনা করেন।

‘প্রগতিশীল উপলব্ধিতে নারীর অধিকার’ বিষয়ের ওপর বক্তব্য দেন কামাল হোসেন চৌধুরী। তিনি নারী নির্যাতনের মনস্তাত্ত্বিক বিষয়টি তুলে ধরেন এবং এর সমাধানে বিভিন্ন পরামর্শ দেন। নিজ নিজ স্থান থেকে নিজের অধিকার রক্ষায় নারীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নাজনীন কাউসার চৌধুরী, মো. কামাল হোসেন চৌধুরী ও সাঈদ আহসান খালিদ
ছবি: সংগৃহীত

সর্বশেষ আলোচক হিসেবে নাজনীন কাউসার চৌধুরী ‘ক্যারিয়ার গঠনে নারীর ক্ষমতায়ন’ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা নিয়ে কথা বলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে দর্শকদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারী বন্ধুরা আলোচ্য তিনটি বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সম্মানিত অতিথিরা সব প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়েই নারী দিবসের এই বিশেষ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কার্যকরী সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা