‘একাত্তর এবং আমার বাবা’ নিয়ে ভৈরব বন্ধুসভার পাঠচক্র

‘একাত্তর এবং আমার বাবা’ নিয়ে ভৈরব বন্ধুসভার পাঠচক্রছবি: ছিদরাতুল রশিদ

‘বাবা শাশ্বত, চির আপন। বাবা বটবৃক্ষ, প্রখর রোদে সন্তানের শীতল ছায়া।’
১৯ জুন ছিল বিশ্ব বাবা দিবস। এদিন হুমায়ূন আহমেদের জীবনী ও স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘একাত্তর এবং আমার বাবা’ নিয়ে পাঠচক্র করেছে প্রথম আলো বন্ধুসভা ভৈরব। আসরটি ভৈরবে প্রথম আলোর আঞ্চলিক অফিসে হয়।

গ্রন্থের প্রথম অংশ নিয়ে আলোচনা করেন ভৈরব বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সিদ্দিকী। গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি সুমাইয়া হামিদ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক রিফাত হোসেন এবং বন্ধু সেলিম রেজা।
১৯৭১ সালের উত্তাল সময়ে অনেকটা ব্যক্তিগত ডায়েরির মতো করে লেখা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অপ্রকাশিত এ পাণ্ডুলিপিটি হঠাৎ করেই আবিষ্কৃত হয়েছে। পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণকারী বাবা ফয়জুর রহমানের জীবনের শেষ সময়টুকু ধরে রাখার জন্য হুমায়ূন আহমেদ সম্ভবত অনুজ মুহম্মদ জাফর ইকবালকে দিয়ে তাঁদের পরিবারের বিপর্যয়ের শেষ অংশটুকু লিখিয়ে নিয়েছিলেন। সে হিসেবে এটি একটি ঐতিহাসিক দলিল।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরেফিন গণি, বইমেলা সম্পাদক মহিমা মেধা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নুদরাতুন তোরসা, ইবাদ, শাকিব, সানজিদা, শাওন প্রমুখ। আসরটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ দেখানো হয়েছে। এর সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ এবং সহপাঠচক্র ও পাঠাগার সম্পাদক রাসেল।

লেখা: পাঠচক্র ও পাঠাগার সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, ভৈরব