একশনএইড-প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিষয়সমূহ

নারীর গৃহস্থালি সেবামূলক কাজের মূল্যায়ন ও স্বীকৃতি আদায়ে নীতিনির্ধারণী পর্যায়ে উদ্যোগ গ্রহণ এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একশনএইড ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০’-এর আয়োজন করেছে। নারীদের অর্থনৈতিক ও সামাজিক কাজে মূল্যায়ন ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই একশনএইড ও বন্ধুসভার এ আয়োজন।

বাংলাদেশের যেকোনো নাগরিক এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্বে সংশ্লিষ্ট আটটি বিভাগের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নাম, পেশা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করে নির্দিষ্ট মেইলে তিন মিনিটের ভিডিও পাঠাবেন।

বিভাগীয় পর্যায়ে স্বতন্ত্র বিচারকমণ্ডলী বিতর্ক মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচন করবেন। প্রতি বিভাগের নির্বাচিত সেরা তিনজন সেমিফাইনালের জন্য নির্ধারিত একটি বিষয়ে চার মিনিটে তাঁদের বক্তব্য ভিডিও করে পাঠাবেন। চূড়ান্ত পর্বে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হবে। আয়োজনটি ১৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

বিতর্কের ধরন: বারোয়ারি

আট বিভাগের বিতর্কের বিষয়

রংপুর: গৃহস্থালির কাজে পুরুষের অংশগ্রহণ...
খুলনা: অর্থনীতিতে গৃহস্থালির সেবামূলক কাজ...
বরিশাল: সমতায়নে গৃহস্থালির সেবামূলক কাজ...
ময়মনসিংহ: জাতীয় উন্নয়নে গৃহস্থালির সেবামূলক কাজ...
রাজশাহী: গৃহস্থালি কাজের দায়, শুধু তাঁর নয়...
সিলেট: ঘরের কাজে, পুরুষের অঙ্গীকার...
চট্টগ্রাম: গৃহস্থালির কাজে সমান সমান...
ঢাকা: গৃহস্থালির সেবামূলক কাজ এবং আমি...

ভিডিও পাঠানোর ই–মেইল ঠিকানা: [email protected]
ভিডিও পাঠানোর সর্বশেষ সময়: ৯ ডিসেম্বর ২০২০; রাত ১১টা ৫৯ মিনিট
ই–মেইলের সাবেজেক্টে বিতর্কের বিষয় উল্লেখ করতে হবে।
যোগাযোগ: ০১৯৫৫ ৫৫২০৮৮