এক হাজার বৃক্ষ বিতরণ করল রাজশাহী বন্ধুসভা

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার শিক্ষার্থীদের হাতে রাজশাহী বন্ধুসভার দেওয়া বৃক্ষ
ছবি: বন্ধুসভা

রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন স্থানে শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষের মধ্যে ২৫ জুন এক হাজার বৃক্ষের চারা বিতরণ করেছে রাজশাহী বন্ধুসভা। বেলা সাড়ে ১১টায় নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ১০০টি চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের হাতে হাতে চারা তুলে দেন বন্ধুসভার বন্ধুরা। নবম শ্রেণির শিক্ষার্থী শাকিবকে আমগাছ দেওয়া হয় প্রথমে। সে বলে তাদের আমগাছ আছে। বাড়ির আঙিনায় কাঁঠালগাছ লাগাতে চায়। পরে তাঁকে একটি কাঁঠালগাছ দেওয়া হয়। পছন্দের গাছ পেয়ে সে জানায়, নিজ হাতে এটি রোপণ করবে।

অটোরিকশা চালকটিতে একটি আম গাছের চারা দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীরা জানিয়েছে, তারা গাছ পেয়ে আনন্দিত। বাড়ির আঙিনায় এগুলো নিজ হাতে লাগাবে। নিয়মিত যত্ন নেবে। একই দিন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। সে জন্য শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছিল দ্বিগুণ।

বিভিন্ন পেশার মানুষের মধ্যে চারা উপহার দেওয়া হয়েছে
ছবি: বন্ধুসভা

আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা আক্তার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনে শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া বেশ আনন্দের। তারা বাড়ির আঙিনায় চারাগুলো নিজ হাতে রোপণ করে যত্ন নেবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

রাজশাহী বন্ধুসভার বৃক্ষের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

রাজশাহী বন্ধুসভার সভাপতি সাব্বির খান বলেন, ‘বিভিন্ন প্রজাতির এক হাজার বৃক্ষের চারা রাজশাহী শহরের শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিতরণ করেছি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বৃক্ষ রোপণও প্রয়োজন।’ চারাগুলো কিনে দিয়েছে নাবিল গ্রুপ।

লেখা: সভাপতি, প্রথম আলো বন্ধুসভা রাজশাহী