উপস্থাপনার কলাকৌশল বিষয়ে ময়মনসিংহ বন্ধুসভার কর্মশালা
১৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় বন্ধুসভার ফেসবুক পেজ থেকে একটি ভার্চ্যুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশারের উপস্থাপনায় শুরুতেই বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ শুভেচ্ছা বক্তব্য দেন।
ফেসবুক লাইভে অতিথি হিসেবে যুক্ত হোন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌস বাপ্পী এবং উপস্থাপক মৌসুমী মৌ।
মৌসুমী মৌ উপস্থাপনার একদম মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থাপনার কলাকৌশল শিরোনামে ফেরদৌস বাপ্পী জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি উপস্থাপনা বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
লাইভে ফেরদৌস বাপ্পী ও মৌসুমি মৌ সারা দেশের বন্ধুদের উপস্থাপনাবিষয়ক বিভিন্ন প্রশ্নের গঠনমূলক উত্তর দেন।
কর্মশালাটি বন্ধুসভার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হয়।