‘আলোকিত মানুষ গড়াই আমাদের মূল লক্ষ্য’

মুমিত আল রশিদ ও সাইফুল্লাহ সাদেককে ভোলার ইলিশা লঞ্চঘাটে ফুল দিয়ে স্বাগত জানান ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদের অংশগ্রহণে ভোলা বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় মুমিত আল রশিদ ও ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদেককে ভোলার ইলিশা লঞ্চঘাটে ফুল দিয়ে স্বাগত জানান ভোলা বন্ধুসভার বন্ধুরা। সভায় বন্ধুসভার গঠনতন্ত্র, জাতীয় সংগীত, সংগঠকের ভূমিকা ও সংগঠন নিয়ে আলোচনা করা হয়।

মুমিত আল রশিদ ও সাইফুল্লাহ সাদেককে ভোলার ইলিশা লঞ্চঘাটে ফুল দিয়ে স্বাগত জানান ভোলা বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

মুমিত আল রশিদ বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে আমরা সারা দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে আলো পৌঁছে দিতে চাই। আলোকিত সমাজ গড়তে সমাজের মানুষগুলোকে প্রথমে আলোকিত করা জরুরি। আলোকিত মানুষ গড়ার অন্যতম মাধ্যম বই। বই পড়ার মধ্য দিয়ে মনের ভেতরের কলুষতা এবং অন্ধকার দূর করে আলোকিত মানুষ গড়াই আমাদের মূল লক্ষ্য। মানুষকে আলোর দিকে ধাবিত করা এবং সমাজের ভারসাম্যহীনতা নিরসনে বই পড়ার বিকল্প নেই।’

ভিডিও কলে বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদেক।

শুক্রবার বিকেল চারটায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

বৈঠকে অংশ নেন ভোলা বন্ধুসভার উপদেষ্টা মশিউর রহমান পিংকু, নাজমুস সাকিব, সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি ইয়ারুল আলম হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান আরিফ, নারীবিষয়ক সম্পাদক লাবনী মজুমদার, মাহমুদা বেগম, ফেন্সি মণি, কার্যনির্বাহী সদস্য জি এম ছানাউল্লাহ, আশিকুর রহমান শান্ত, মো. জাফর, মো. ইসমাইল, মিয়াজ প্রমুখ।